নিবেদিত প্রাণ কাউছার আহমেদ
আমরা ৭১এর রক্ত ক্ষয়ী যুদ্ধ দেখি নাই, তবে এই সময়ের রক্ত দাতাদের যুদ্ধ দেখেছি। যারা নিজের রক্ত দিয়ে জীবন বাজি রেখে অন্যের জীবন বাচাঁতে যুদ্ধ করে।
আজ ২য় বার এর মতো রক্তদান করলেন স্বপ্নায়ন পরিবার এর নিবেদিত প্রাণ কাউছার আহমেদ
শুভ হক রক্ত দান-
তারুন্য এর জয় হয় হক।
জয় হক স্বপ্নায়ন পরিবার এর।
আমরা শপথ নিয়েছি যত দিন থাকবে এই দেহে রক্ত মাংস প্রাণ, ততদিন আমি গাইবো মানবতার জয় গান।
আসুন আপনিও শপথ নিন
২য় বার এর মত রক্তদান
Reviewed by তাহসিন মাহমুদ
on
November 04, 2019
Rating:

No comments:
Thank You for your Comment